আপনার কম্পিউটার কথা বলবেঃ
আজ ছোট একটি Software তৈরির কোড শেয়ার করলাম। নিম্নে উল্লেখিত পদ্ধতি অনুসরন করলে এই Software এর মাধ্যমে আপনার কম্পিউটারে যে কথাগুলো লিখবেন কম্পিউটার তা উচ্চারণ করে /পড়ে শুনাবে ।
নিম্নের কোডগুলো Notepad - এ লিখে Speek.vbs নামে Save দিন । এর পর Save কৃত File অপেন করুন , সেখানে একটি লেখার বার দেখতে পাবেন , সেখানে আপনার ইচ্ছামত ইংরেজিতে কিছু লিখুন এবং OK বাটুনে Click করুন । দেখবেন আপনার কম্পিউটার পড়ে শুনাবে ।
( উল্লেখ্য না লিখে এখান থেকে Copy করে Notepad - এ Paste করে Speek.vbs নামে Save করলেও হবে।)














No comments:
Post a Comment