মানুষের কল্যাণের জন্য আল্লাহর উপদেশ, আদেশ ও নিষেধঃ
১। আমি তোমাদের জন্য কোরআনে কল্যাণকর অনেক কথা বলিয়াছি ও অনেক উপদেশ দিয়াছি । তোমরাউহা খোঁজ কর ও অনুসরণ কর। (.আনয়াম-১৫৫ ও বকর ১৮৭)
২। তোমরা নামজ প্রতিষ্ঠিত কর এবং বৈধভাবে উপার্জিত অর্থের কিছু অংশ জাকাত বাবদ দুঃস্থ ও
অভাবীগণকে দান কর। (আনফাল-৩-৪)
৩। তোমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর সাধনা কর। কঠোর সাধনা ও পরিশ্রম ব্যতীত মানুষের
কোনই কল্যাণ নাই । ( নজম-৩৯)
৪। তোমরা আল্লাহর প্রতি এবং তাঁর কথা ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে সৎ কাজ কর। ( রাদ-৪, নেছা-১৭৩,
ফাতের-৭, কাহফ-৩০)
৫। তোমরা ধৈর্যশীল হও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর । (বাকারা-৪৫, নহল-১২৮)
৬। তোমরা পিতামাতার সহিত সদ্ব্যাবহার কর ও তাহাদের সেবা কর । তাহাদিগকে দুঃখ ও কষ্ঠ দিওনা ।
(আহকাফ-১৫ ও বনি ইসরাইল-২৩-২৪)
৭। তোমরা সুন্দর, নম্র ও মার্জিত ভাষায় কথা বল । তোমরা কন্ঠস্বর নম্র রাখিও ।
(লোকমান-১৯, বনি ইসরাইল-৫৩)
৮। তোমরা মিতব্যয়ী হও এবং কোনও ধন সম্পদের অপচয় ও অপব্যবহার করিওনা ।
(আরাফ-৩১ আনয়াম-১৪১, তাহা-৮১)
৯। তোমরা বৈধ উপায়ে ধন সম্পত্তি অর্জন করিও । (মায়েদা-১০০, কাছাছ-৮৩ )
১০। তোমরা বিলাসিতা করিও না তোমরা জীবনযাত্রা প্রণালীতে মধ্যপথ অবলম্বন করিও । (আরাফ-৩১)
No comments:
Post a Comment