ভাইরাসের আক্রমন থেকে কম্পিউটার মুক্ত রাখার উপায়ঃ
সধারন কিছু নিয়ম মেনে কম্পউটার ব্যবহার করলেই ভাইরাস থেকে পিসি কে নিরাপদে রাখা সম্ভব । নিম্নে নিয়মগুলো উল্লেখ করা হলোঃ
১। পেনড্রাইভ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা । যেমন- আপডেটেড কোন অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নেওয়া । ভাইরাস পেলে তাকে সঙ্গে সঙ্গে ডিলিট করে ফেলা ।
২। সিডি বা ডিভিডি ব্যবহার করার পূর্বে তাকে স্ক্যান করে নেওয়া এবং যদি ভাইরাস ধরা পড়ে তাহলে সেই সিডি বা ডিভিডি থেকে কোন ডেটা পিসি তে কপি না করা । কারণ সিডি বা ডিভিডি রাইট করা অবস্থাই ভাইরাস পাওয়া গেলেও অ্যান্টিভাইরাস প্রোগ্রাম সেখান থেকে ভাইরাস সমূহ মুছতে পারে না ।
৩। যে কোন মেমোরি কার্ড পিসিতে প্রবেশ করালে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নেওয়া ।
৪। ক্যামেরা থেকে ছবি পিসি তে ডাউনলোড করার সময় এর মেমোরি কে ভাল করে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নেওয়া ।
৫। ডিস্ক রাইট প্রটেক্ট না করে অন্য কোন পিসি তে ব্যবহার না করা ।
৬। অ্যান্টিভাইরাস আপডেট ভার্সন ব্যবহার করা ।
৭। ইন্টারনেট কানেক্ট হলে অ্যান্টিভাইরাস টিকে আপডেট করে নেওয়া ।
৮। প্রতিদিন কাজের শেষে দরকারি ডেটার ব্যাকআপ রাখা । ব্যাকআপ রাখার আগে যে স্থানে ব্যাকআপ রাখছেন সেই স্থান ভাইরাস মুক্ত কিনা সেটা পরীক্ষা করে নেওয়া ।
৯। বেশির ভাগ ভাইরাস .COM এবং .EXE ফাইল কে আক্রান্ত করে থাকে । তাই সব প্রোগ্রামের .COM এবং .EXE ফাইল সমূহেকে Read Only করে রাখা ।
১০। কিছু দিন অন্তর অন্তর পিসি কে স্ক্যান করা ।
১১। ইন্টারনেট ব্যাবহারে সতর্ক হওয়া । ইন্টারনেট ব্যবহার এর আগে অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল অন রাখা ।
১২। ভাইরাস স্ক্যান করে তারপর ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করা ।
১৩। ইমেলে অপরিচিত এটাচমেন্ট ফাইল ওপেন করার আগে সতর্ক হয়ে যাওয়া ।
১৪। ইন্টারনেটে টরেন্ট সাইট থেকে ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে সতর্ক থাকা । এই ধরনের সাইট এ নানা ধরনের ভাইরাস লুকিয়ে থাকতে পারে ।
১৫। দরকার ছাড়া অহেতুক ফ্রি সফটওয়্যার বা ডেমো সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকা ।
১৬। কম্পিউটার স্টার্টআপে ভাইরাস প্রতিরক্ষক গার্ড সক্রিয় রাখা ।
উপরোক্ত বিষয়সমূহ মেনে চললে কম্পিউটার ভাইরাস থেকে কিছু টা হলেও নিরাপদে থাকবেন ।
এখানে জনপ্রিয় কিছু এন্টিভাইরাস সফটওয়ারেরর নাম দেওয়া হলোঃ
Kaspersky , AVG, Avira, Avast , Norton Anti Virus, Microsoft essential
Eset , IBM Anti Virus, PC Cillin, Comodo Anti Virus, Panda Anti Virus,