সাধারণত ভুল হলে Undo কমান্ড ব্যবহার করা হয় । MS Word প্রোগ্রামে লেখা ভুল হলে যতবার প্রয়োজন ততবারই Undo কমান্ড ব্যবহার করা যায় কিন্তু MS Excel প্রোগ্রামে লেখা বা কমান্ড ভুল হলে ইচ্ছামত Undo কমান্ড ব্যবহার করা যায় না । নিম্নের টিপসটি অনুসরন করলে MS Excel প্রোগ্রামেও ইচ্ছামত Undo কমান্ড ব্যবহার করা যাবে বা Undo বৃদ্ধি করা যাবে -
প্রথমে Strat ক্লিক Programs/All programs Click এর পর Accessories Click এর পর NotePad Click এর পর NotePad এ নিম্নের বিষয়গুলি টাইপ করুন এবং Excelundo.reg নামে Save করুন ।
Windows Registry Editor Version 5.00
[ HKEY_CURRENT_USER\Software\Microsoft\Office\10.0\Excel\Options]
"UndoHistory"=dword:00000040
এবার এটি চালু করুন ।
Breaking News
No comments:
Post a Comment